ছবি: সংগৃহীত
মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: গুজব রোধে সাইবার আইন কাজে লাগাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত থাইজ উইডস্ট্রা। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সোশাল মিডিয়ায় গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, কেবল বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশেও গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সোশাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তি ও নবীনদের সাথে নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে কার্যক্রম চলমান রয়েছে।
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গুজবের শহর ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে গুজব বেশি ছড়ায়। এ অবস্থা থেকে উত্তরণে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেয়া হয় সভায়। সমাজের বিভিন্ন পর্যায়ের মোট ৫৪ জন এ সভায় অংশগ্রহণ করেন।
এ সময় অন্যদের মধ্যে সাকমিডের ডেপুটি ডাইরেক্টর সৈয়দ কামরুল হাসান, সিনিয়র পলিসি এডভাইজার নামিয়া আক্তার, জাহাঙ্গীরনগর বি্বেবিদ্যালয়ের সহকারি অধ্যাপক আদনান ফাহাদ প্রমুখ বক্তব্য দেন।