ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

এবার একসাথে পার্থ-শাওন

এবার একসাথে পার্থ-শাওন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে নাটক-সিনেমার পর্দা থেকে প্রায় হারিয়ে যেতে বসা অভিনেত্রী মেহের আফরোজ শাওন অভিনয়ে ফিরছেন। বড় পর্দায় শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৭ সালে হুমায়ূনের ‘জল জোছনা’ সিনেমায়। এরপর অনেক নাটকে শাওন অভিনয় করলেও চলচ্চিত্রে ফেরেননি। শাওন সিনেমায় ফিরছেন ১৭ বছর পর।

শাওনের নতুন সিনেমার নাম ‘নীল জোছনা’, এখানে আইনজীবীর চরিত্রে কাজ করেছেন তিনি। এই সিনেমায় আরো অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম এবং বাংলাদেশের গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া।

ফাখরুল আরেফীন খানের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত ৩০ জুন থেকে।

সরকারি অনুদানের এ সিনেমা নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলিকে।

সিনেমার এই চরিত্রগুলো নিয়ে প্রায় ছয় বছর ধরে চিন্তাভাবনা করা হয়েছে বলেও জানান আরেফীন।

পার্থ এই সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক আরেফীন মনে করছেন চিকিৎসক তরফদারের ভূমিকায় দারুণ মানিয়ে গেছেন পার্থ।

'নীল জোছনা' সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, এসএম নাঈম।