ছবি: গ্লোবাল টিভি
সোহেল রানা বাবু, বাগেরহাট: বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী খেলায় সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৪-১গোলে পরাজিত করে বাদেকাড়াপাড়া পল্লীমঙ্গল ফুটবল একাডেমী।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪টি গ্রুপে জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ৩ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেখ তন্ময় জেলার যুবদের মাদক ও মোবাইল ছেড়ে মাঠমুখি হওয়া আহবান জানানোর পাশাপাশি বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামকে নতুন করে সাজানোর ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন প্রমুখ।