ছবি: গ্লোবাল টিভি
আবু রায়হান সরকার: নোয়াখালী ৫০ শয্যাবিশিষ্ট সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও নারীবান্ধব পরিবেশ বিষয়ক গণশুনানি হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও এ শুনানির আয়োজন করে। এতে সহযোগিতা করে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ।
সোমবার সকালে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএইচবিওর সভাপতি ফাহিদা সুলতানার সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা গোলাপের সভাপতি মুনিম ফয়সাল।
আয়োজকরা জানান, গেল ৩ জুলাই সংগঠনের পক্ষ থেকে একটি সামাজিক নিরীক্ষা দল ৫০ শয্যা বিশিষ্ট সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান ও নারীবান্ধব পরিবেশ নিয়ে দিনব্যাপী সোশ্যাল সার্ভে পরিচালনা করেন। সার্ভের ওপর ভিত্তি করে গণশুনানি থেকে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও নারী বান্ধব পরিবেশ তৈরিতে যৌথ কিছু পরিকল্পনা হাতে নেয়া হয়।