ছবি: গ্লোবাল টিভি
এমএ কাইয়ুম, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বুধবার (১০ জুলাই) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি কমিউনিটি ক্লিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী, প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী।
পরিদর্শন শেষে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে এক মতবিনিময় সভায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় তিনি বলেন, এই শিবচরেই ঢাকার মানের চিকিৎসা সেবা দেয়া হবে। কারো ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হবে না। এভাবে আমরা প্রত্যেকটা উপজেলায় চিকিৎসা সেবা পৌঁছে দেব। বাংলাদেশের চিকিৎসকের মান পৃথিবীরর কোন দেশের চেয়ে কম না।