ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্বপ্ন ভঙ্গ হলো দেয়াল ভাঙা সেই নেতার!

স্বপ্ন ভঙ্গ হলো দেয়াল ভাঙা সেই নেতার!

ছবি: গ্লোবাল টিভি

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকের বাউন্ডারি দেয়াল ভেঙে গেট নির্মাণ বন্ধ করে দিল উপজেলা প্রশাসন। 

এর আগে গত সোমবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে লোক সমাগম করতে অনুমতি না নিয়েই একটি গেট নির্মাণের জন্য বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলেন। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। 

পরে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের হস্তক্ষেপে আবার ও ভেঙে ফেলা সেই দেয়ালটি পুনঃনির্মাণ করা হয়। এমন উদ্যোগের ফলে যেন স্বপ্নভঙ্গ হলো সেই আওয়ামী লীগ নেতার। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। 
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, হাসপাতালের রক্ষণাবেক্ষণের সুবিধার্থে ওই ভেঙে ফেলা জায়গাটি পুনরায় মেরামত করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন সরকারি স্থাপনা অনুমতি ছাড়া ভাঙতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন তৎপর থাকবে।