ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

গ্লোবাল টিভি ছবি

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। 

সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। 

উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় এতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের ১শত ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন পর্যায়ে খেলে চুড়ান্ত পর্বে ওঠে আসে ৭টি বালক এবং ৭টি বালিকা দল। এই ১৪টি দল উপজেলা পর্যায়ে খেলে মালিঝিকান্দা বনাম নলকুড়া ইউনিয়ন বালিকা দল এবং
মালিঝিকান্দা বনাম হাতিবান্ধা বালক দল ফাইনালে পৌঁছে। এই ফাইনাল খেলায় মালিঝিকান্দা বনাম নলকুড়া ইউনিয়ন বালিকা দল ১-০ গোলে এবং মালিঝিকান্দা বনাম হাতিবান্ধা বালক দল ২-০ গোলে জয়লাভ করে। 

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।