ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

আম্বানি পরিবারের অমন্ত্রণে যাননি যেসব তারকা

আম্বানি পরিবারের অমন্ত্রণে যাননি যেসব তারকা

ছবি: সংগৃহীত

গ্লোবাল ডেস্ক: আম্বানি পরিবারের অমন্ত্রণে অনন্ত-রাধিকার বিয়েতে বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকলেও কয়েকজন শীর্ষ সেলিব্রিটিকে দেখা যায়নি। যারা নিমন্ত্রণ পেলেও অনন্ত-রাধিকার বিয়েতে যাননি। তাদের মধ্যে রয়েছেন-বলিউডের অন্যতম তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। তারা এ মুহূর্তে ভারতের বাইরে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। 

আনুশকা শর্মা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, তারা সপরিবারে ভারত ছেড়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। 

শিল্পা শেঠি বলিউডের প্রায় সব বিয়ে ও পার্টিতে উপস্থিত থাকেন। পাশাপাশি নানান ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজও দেন; কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেননি তিনি। তবে এর কারণ জানা যায়নি।

অনিল কাপুর অনন্ত-রাধিকার বিয়েতে গেলেও তার কন্যা সোনমকে দেখা যায়নি। সোনম এখন সন্তানকে নিয়ে লন্ডনে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি। 

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে অনন্ত নিজেই তার বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন। অক্ষয়েরও বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল; কিন্তু বিয়ের দিনই করোনাভাইরাসে আক্রান্ত হন অক্ষয় কুমার। 

নায়িকা কাজল বলিউডের প্রায় সব বিয়েতেই হাজির থাকেন। অনন্ত আম্বানির বিয়েতে অজয় তার ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। তবে কাজল এবং তার মেয়ে নাইসার দেখা মেলেনি। 

কঙ্গনা রানাউত বলিউডে সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকা। তিনি বিজেপির সংসদ সদস্যও। তাকেও দেখা যায়নি আম্বানি পরিবারের এবারের বিয়েতে। 

অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির খান। মঞ্চে তাকে নাচতেও দেখা গেছে; কিন্তু মূল বিয়ের অনুষ্ঠানে আমিরকে দেখা যায়নি।