ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ০ জ্বিলকদ ১৪৪৬

বাড্ডা-রামপুরায় একজন নিহত

বাড্ডা-রামপুরায় একজন নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যাল শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। সংঘর্ষে আহত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ফরাজি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন নিহতের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, নিহতের বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্নিত রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কি না, তা নিশ্চিত বলা যাচ্ছে না।