ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদ, গাবতলি, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে কিছু সংখ্যক দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী সংখ্যা কম। মঙ্গলবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম অভিমুখে এবং বুধবার সকাল থেকে ছেড়েছে অন্যান্য জেলার বাস।
হানিফ এন্টারপ্রাইজ কাউন্টার থেকে জানা যায়, আজ সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুইটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।
এদিকে, মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু করা হয়েছে।