ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কামাল আহমেদ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।