গ্লোবাল টিভি ছবি
মোঃ আশরাফ হোসেন ঢালী: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ছাত্রদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমাদের অবস্থান জামাত-শিবিরের বিরুদ্ধে। বুধবার দুপুরে উত্তরা বি এন এস সেন্টারে ঢাকা উত্তর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন ।
তিনি বলেন, যারা আহত হয়েছে, তাদের বাসায় যাচ্ছি। তাদের খোঁজখবর নিয়ে তালিকা করা হচ্ছে। এছাড়া বেশ কিছু ছাত্র থানা হেফাজতে আছে। তাদের অনেকেই এসএসসি পরীক্ষার্থী, তাদের যাতে ছেড়ে দেয়া হয়, অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সহিংসতার পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা শান্তি নিয়ে চলতে চাই। আমাদের অবস্থান পরিষ্কার করে বলতে চাই, যারা ছাত্রের নাম দিয়ে এ দেশকে ধ্বংস ও অচল করে দিতে চায় তাদের বিরুদ্ধে সেই জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের অবস্থান।
এসময় ঢাকা উত্তর আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, কাউন্সিলর জাহিদুল মোল্লাসহ স্থানীয় নেতা কর্মীর উপস্থিত ছিলেন।