ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলে হট্টগোলের কারণে তা হয়নি।
সভায় যোগ দিতে আসা সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, তাদের মতবিনিময় সভায় ডেকে এনে আলোচনা না করে সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের। যার কারণে সভাস্থলেই ক্ষোভ প্রকাশ করেন সাবেক নেতারা। হট্টগোল শুরু হলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।