ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ০ জ্বিলকদ ১৪৪৬

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আর এক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত রুটিন অনুযায়ী যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।