ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া হয়নি: কাদের

দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া হয়নি: কাদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চালাকালীন ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, গোটা দেশ থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা লন্ডনে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে, গুলি কীভাবে শিশুর মাথায় বা চোখে লাগল। 

তিনি দাবি করেন, দেখামাত্র গুলির নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি, সেনাবাহিনী কোথাও গুলি ছুঁড়েছে, এমন খবর আমাদের জানা নেই, তারপরও আমরা বলবো, তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসছে।