ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ | ১৯ আশ্বিন ১৪৩১ | ০ রবিউস সানি ১৪৪৬

জামায়াত-বিএনপির কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপির কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

শাহরিয়ার বাঁধন:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-বিএনপি জঙ্গিবাদি, তাদের স্থান এদেশে থাকতে পারে না, এদের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠে মানুষকে রক্ষা করতে হবে। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, কোটা আন্দোলনে ভর করে ফিলিস্তিনের মতো জঙ্গিবাদি কর্মকাণ্ড করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে যারা, তাদের বিচার এদেশের জনগণ করবে। 

শেখ হাসিনা বলেন, আবারও পাকিস্তানিদের প্রেতাত্মারা জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দৃশ্যমান হয়েছে। সব দাবি মেনে নেয়ার পরও কোন স্বার্থে তারা মানুষের সেবামুলক প্রতিষ্ঠান গুলোতে তারা তান্ডব চালিয়েছে? 

তিনি বলেন, ন্যায় বিচারের দাবি পূরণে তদন্ত কমিটি করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সুষ্ঠু তদন্ত প্রতিনিধি পাঠানোর আহবান জানানো হয়েছে।