ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষার্থী-জনতার উপর নৃশংসতার বিচার চান ক্রীড়া সাংবাদিকরা

শিক্ষার্থী-জনতার উপর নৃশংসতার বিচার চান ক্রীড়া সাংবাদিকরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরে চলা শিক্ষার্থী-জনতার উপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকেরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধনে বিভিন্ন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান বলেন, গত কিছুদিনে, জুলাই মাসে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোনো ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত।

বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বলেন, এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনো জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এর মধ্যে কিন্তু পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। পেশাগতভাবে তারা আমাদেরই সহকর্মী, আমরা প্রথমেই দাবি করব, প্রতিটি মৃত্যুর সঠিক ও বিশ্বাসযোগ্য বিচার হোক।

সাংবাদিক নোমান মোহাম্মদ আগামী প্রজন্মের কথা বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম, ৩২ শিশু মারা গেছে। সেই শিশুটা তো আমার আপনার শিশুও হতে পারত। িআমাদের যে কারও শিশু হতে পারত। আমরা তাহলে কাদের জন্যই দেশটা তৈরি করছি? কাদের জন্য এই দেশটা বিনির্মাণ করার চেষ্টা করছি?