ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর

শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পরে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। 

এ সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন।

মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেয়া হয়। বলা হয়, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।”