ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি।

সংসদ বিলুপ্তি ঘোষণা করতে বিকেল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা। এছাড়া বেঁধে দেয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেন আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম।

এরপরই সংসদ বিলুপ্ত করার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি।