ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে বুধবার ঢাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা বর্তমানে মাত্র বিজয়ের স্বাদ পেয়েছি, তবে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই লক্ষ্যে ভবিষ্যৎ কাঁচপুরে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের পরবর্তী সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে আর আমাদের লক্ষ্য এই সমাজ সংস্কার করে একটি অন্যায় অবিচার মুক্ত সমাজ গঠন করা। তার লক্ষ্যে আমরা ছাত্র জনতা মাঠে থাকবো।