ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদীতে সড়ক পরিষ্কার করছেন সাধারণ শিক্ষার্থীরা

ঈশ্বরদীতে সড়ক পরিষ্কার করছেন সাধারণ শিক্ষার্থীরা

গ্লোবাল টিভি ছবি

ইয়াছিন আলী শেখ, ঈশ্বরদী,(পাবনা) :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কয়েক দিন ধরে ঈশ্বরদীর দাশুড়িয়াতে দফায় দফায় মিছিল, ইট-পাটকেল নিক্ষেপ, ভাংচুরের ঘটনা ঘটে। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরো, পাথর, পুড়া কাঠ-টায়ারের ছাই ছাড়াও পলিথিন, প্লাস্টিকের বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।

বুধবার দাশুড়িয়া বাজার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড় ,দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে-পরিচ্ছন্ন করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকালে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়, দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজ ,দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র - ছাত্রীরা সড়ক পরিষ্কার কাজে অংশ নেন।

শিক্ষার্থীদের কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছেন, কেউ ইটের টুকরো ও পলিথিন কুড়িয়ে বস্তা ও ডাস্টবিনে ফেলছেন। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করে  প্রায় ২ কিলোমিটার সড়ক পরিষ্কার করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, কয়েকটি দলে বিভক্ত হয়ে সড়কে কাজ করছি। সড়ক পরিষ্কার পর আমরা সড়কে সচেতনতামূলক লেখা লিখবো। যাতে সবাই সড়ক চলাচলের সময় এসব সচেতনমূলক কথা অনুসরণ করে। সবাই আমরা সচেতন থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। সকল মানুষকে সচেতন হতে হবে এবং নিদিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে। যেখানে যেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না।