ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শরীয়তপুরে পরিচ্ছন্নতা ও ট্রাফিকের কাজে শিক্ষার্থীরা

শরীয়তপুরে পরিচ্ছন্নতা ও ট্রাফিকের কাজে শিক্ষার্থীরা

গ্লোবাল টিভি ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যোগে শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শহরের যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্বও পালন করেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, সকাল ৯ টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আচমকা বৃষ্টির কারণে সকাল ১০টা থেকে তা শুরু হয়। মনোহর বাজার থেকে সদর হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। কয়েক শ শিক্ষার্থী বাঁশের ঝুড়ি, চটের বস্তা নিয়ে এতে অংশ নেন। শিক্ষার্থীরা প্রায় আড়াই কিলোমিটার এলাকা পরিষ্কার করে শহরের প্রেমতলা এলাকায় এসে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ করেন।

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী পাভেল মুন্সি বলেন, আমরা শরীয়তপুর শহরকে সুন্দর রাখতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। এ ছাড়া বিকেলে আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে তাঁদের বাড়িতে যাব। প্রয়োজনে আরও যদি কিছু করণীয় থাকে তা–ও করা হবে। পরবর্তী সময়ে আরও কর্মসূচি হাতে নেয়া হবে।

অন্যদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ। রাস্তায় নেই কোনো ট্রাফিক। ফলে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ-বৃষ্টির মধ্যে কাজ করছে ছাত্ররা ছাত্রীরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্কাউট সদস্যদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন চলাচলে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। যানবাহনকে সারিবদ্ধভাবে চলা এবং যেসব মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট নেই তাঁদের হেলমেট পরার ব্যাপারেও সচেতন করা হয়।

বাংলাদেশের পতাকা, জার্সি ও প্যান্ট পড়া হাতে ছোট লাঠি মুখে বাঁশি নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থী সুহাইবা ইসলাম রূপ বলেন, কোথাও পুলিশ নাই। আমরা যেহেতু একটা জঞ্জাল দূর করেছি এই ট্রাফিকও দূর করতে পারব। আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন রক্ষা করব।