ছবি: সংগৃহীত
রাজীব সরকার, নেত্রকোনা: নেত্রকোনায় বিশৃংখলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের বিভন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিন ও রাতভর ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গিয়েছে।
নেতৃবৃন্দ শহরের সাতপাই কালি বাড়ি মন্দির, রামকৃষ্ণ মিশন, পুকুরিয়া মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ছাত্র-জনতার গণআন্দোলন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের কিছু কিছু জায়গায় বিভিন্ন বিশৃংখলার সংবাদ পাওয়া যাচ্ছে। এসব বিশৃংখলা মোকাবেলায় তারা সব সময় প্রস্তুত রয়েছে।
এসময় আরা উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব মানিক রায় প্রমুখ।