ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

ফাইল ছবি

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে থেকে ঢাকায় এসে পৌঁছেছেন অন্তর্বর্তিকালিন সরকারের প্রধান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ নৌ ও বাহিনীর প্রধানগণ। সেইসাথে তাকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, উবিনীগের প্রতিষ্ঠাতা ফরিদা আখতার এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা।