গ্লোবাল টিভি ছবি
মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছেন ৪৯ বিজিবি সদস্যরা।
বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন এর ওসি আজারুল ইসলাম জানান, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে মেডিকেল যাত্রী সীমিত পরি সংখ্যায় যাচ্ছেন। তবে বাংলাদেশ থেকে কোন সাধারণ পাসপোর্ট যাত্রী ভারত প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাই করতে হচ্ছে।