ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদ’।
বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আইনজীবীরা এই দাবিতে বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চাওয়া হয়।
মিছিলের পর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সভায় অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিসহ যেসব বিচারপতি ও বিচারকরা ন্যায় বিচারের শপথ ভঙ্গ করে আওয়ামী লীগ সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
মিছিলে আরো অংশ নেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী। বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতিতে এসে শেষ হয়।