ছবি: সংগৃহীত
আরিফ সম্রাট, কেরাণীগঞ্জ (ঢাকা) : ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেছেন, ছাত্র আন্দোলনকারীরা নিজের জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। তাদের জীবনের বিনিময়ে দেশ একটি প্রগতিশীল দেশ পেতে যাচ্ছে। আমরা জাতির বীর সন্তানদের কখনো ভুলতে পারি না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই দেশকে সংস্কাররের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের অত্যাচারে ও অবিচারে সাধারণ মানুষ ঘুমাতে পারেনি ঘরে। বিএনপির অনেক নেতাকর্মীদের ঘরবাড়ি দখল করে নিয়েছে আওয়ামী লীগের লোকজন। বিএনপি কোন গুম, হত্যা, দখলবাজির রাজনীতি করে না। তাই দখলবাজ, চাঁদাবাজ ও লুটতরাজ করলে কোন ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় একটি দূর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈশা খান, ইমান আয়াতুল্লাহ মেকিন, আতিকুর রহমান মানিক, সোহল রানা, মো. শামীম প্রমুখ।