ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

ফজলুর রহমান বাবুর ‘মা য়া বী’

ফজলুর রহমান বাবুর ‘মা য়া বী’

গ্লোবাল টিভি ছবি

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে প্রকাশিত হলো  'মায়াবী'। ছড়াকার জগলুল হায়দারের কথা ও সুরে জোবায়েদ সুমনের সংগীত পরিচালনায় গানটি প্রচারিত হচ্ছে হায়দার টিউন-এর ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ও টিকটকে।

স্টুডিও ভার্সনে চিত্রায়িত গানটিতে শিল্পী নিজেই মডেল হয়েছেন।

গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘মায়াবী’ চমৎকার একটি গান। আধ্যাত্মিক ধরনের এ গানটির কথা ও সুর
আমার খুব ভালো লেগেছে। আশা করি,  আপনাদেরও ভালো লাগবে ‘মায়াবী’।