ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রথম অফিস করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা সোমবার সকাল পৌনে ১০টায় প্রথম অফিস করেন। প্রায় পৌনে এক ঘণ্টা অফিসে অবস্থান করেন। এ সময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধানসহ গুরত্বপূর্ণ উইংয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন উপদেষ্টা।