ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর পড়ে থাকা বিলাসবহুল গাড়িটি (মেট্রো-ঘ ২১-৮৪৫৬) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বলে জানা গেছে।
সোমবার বিআরটিএ সূত্রে এ তথ্য জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল থেকে ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬ গাড়িটি রাস্তায় পড়ে ছিল। শেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়।
গাড়িটি কেনা হয়েছিল ২০২২ সালের ৩১ জুলাই। কিন্তু রেকর্ড আপডেট করা হয়েছে একই মাসের ২৮ জুলাই। ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে ২০২২ সালের ৩ আগস্ট। গত ৩০ জুলাই যার মেয়াদ শেষ হয়েছে।