ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন আপাতত বন্ধ রয়েছে।
রাজধানীর উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মেট্রোরেল ছাড়ে। এখান থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। এখান থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়।
অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে শনিবার জানানো হয়, আজ থেকে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হবে।