গ্লোবাল টিভি ছবি
নোয়াখালী প্রতিনিধি : টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা-ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালীর ২০ লাখ অধিবাসী। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে।
জেলার ৯ উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। আটকে পড়া এই মানুষগুলোকে উদ্ধার করে আশ্রয়ন প্রকল্পে পৌঁছে দিচ্ছে নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’ ।
এছাড়াও সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণও করে যাচ্ছে।
জানা যায়, সংগঠনটির সদস্যদের নিজস্ব অর্থায়নে এবং বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নের দুর্গম অঞ্চল গুলোতে এই উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ করছে সংগঠটি।
এই বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, যতদিন বন্যার পানি না নামবে, ততদিন পর্যন্ত আমাদের সংগঠন অসহায় বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাবে ইনশাআল্লাহ্।
ত্রাণ বিতরণকালে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ফজলুল হক, সমন্বয়ক মোহাম্মদ নিশান, আশরাফ রিখান, সিফাত, রিফাত,ফজলে করিম অনিম।