ছবি: সংগৃহীত
সাইফুর রহমান রাসেল,নোয়াখালী : বাংলাদেশের মানুষের মন জগতের পরিবর্তন না বুঝলে রাজনীতি আগামী দিনে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, দখল করেছে, সেটা কি আমরা করতে পারব? আপনারা কি সেটা করতে পারবেন? বাধা দিতে হবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুন্ন রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেয়া যাবে না। চাঁদাবাজি মাস্তানি দখলদারি করতে দেওয়া যাবে না। যারা করবে, তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে।
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দর্গতদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনাও নয়, তার পরিবারেরও নয়। এ বিশ্বাস কিন্তু বিএনপিকে রাখতে হবে।
বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তন আসছে। তারা একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি ভাইস-চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।