ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

বন্যার্তদের জন্য শরীয়তপুরে গণত্রাণ সংগ্রহ

বন্যার্তদের জন্য শরীয়তপুরে গণত্রাণ সংগ্রহ

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে শরীয়তপুরে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন শরীয়তপুর ছাত্রসমাজ ও সাধারণ শিক্ষার্থীরা। এ জন্য একটি বুথ খোলা হয়েছে। সেখান থেকে শিক্ষার্থীরা এলাকাভিত্তিক ভাগ হয়ে সহায়তার জন্য নগদ অনুদান, ত্রাণসামগ্রী ও পোশাক সংগ্রহ করছেন।

রবিবার (২৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ত্রাণসামগ্রী সংগ্রহ করছেন। বন্যাকবলিতদের জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যে যার সামর্থ অনুযায়ী শিক্ষার্থীদের হাতে সহায়তা তুলে দিচ্ছেন।

কলেজের অস্থায়ী বুথে নগদ সহায়তার পাশাপশি পোশাক জমা দিতেও দেখা যায়। এ ছাড়া শিক্ষার্থীরা হাটবাজার ও বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা সহযোগিতা কলেজের বুথে এনে জমা করছেন।

শিক্ষার্থীরা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে গত ৩ দিন ধরে তারা ত্রাণ সংগ্রহ করছেন। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন ত্রাণ সংগ্রহের এ কার্যক্রম অব্যহত থাকবে।

তারা বলছেন, আজ রবিবার পর্যন্ত যা জমা হবে তা নিয়ে তাদের একটি অংশ মঙ্গলবার (২৭ আগস্ট)  ফেনি, কুমিল্লা, নোয়াখালীসহ দুর্গত এলাকায় পৌঁছানো শুরু করেবন। অপর একটি গ্রুপ এলাকায় থেকে আগের মতো ত্রাণ সংগ্রহের কাজ করবেন।

শরীয়তপুরের শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজ্জাদ শোভন জানান,শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীরা দেশের যেকোন ক্রান্তিকাল সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য সদা প্রস্তুত।