ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

হাসনাতকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

হাসনাতকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে হাসপাতলে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান তিনি।

তিনি হাসনাত আব্দুল্লাহর শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার মেজর তানভীর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার রাতে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখান তেকে তাকে ঢাকা সিএমএইচে নেয়া হয়।