ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলরের যোগদান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলরের যোগদান

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ যোগদান করেছেন। বুধবার বিকালে তিনি গাজীপুরের বোর্ড বাজার সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান।

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলরকে পেয়ে সংশ্লিষ্ট আবেগে আপ্লুত হয়ে তাকে স্বাগত জানান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তিনি তার অফিসে বসার পর কর্মকর্তা-কর্মচারিরা তাকে শুভেচ্ছা জানান। তবে কোনো ধরনের ফুলের তোড়া বা উপহার সামগ্রী নিয়ে তাকে শুভেচ্ছা না জানাতে অনুরোধ করেন তিনি।

পরে সিনেট ভবনের হল রুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নতুন ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন ২০১১-১২ সালে চাকরিচ্যুতদের পক্ষে ‘চাকরি রক্ষা কমিটি’র আহবায়ক মো. নুরুল আমীন, সদস্য সচিব মিয়া হোসেন রানা, আবু হানিফ খন্দকার, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন আহমেদ শিশিম প্রমুখ।

উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সাবেক ট্রেজারার আবদুল করিম, মিয়া আল হারুন, ড. ফারুক আহমেদ শিপন, মনজুর রহমান, আবু তাহের বেলাল, কামরুজ্জামান কোরবান, আবুজ্জাহের মাহমুদ, জহির হাসান, আকরাম হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল আজকের এই স্বাধীন দেশ। শুধু আপনারা নন, আমি নিজেও বৈষম্যের শিকার হয়েছি। সকল বঞ্চিতের অধিকারের পক্ষে আমি কাজ করে যাবো। 

তিনি বলেন, অন্যায়ভাবে যাদের চাকুরি চলে গিয়েছিলে, তাদেরকে দ্রুততম সময়ে ফেরত আনার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।