ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার চার সপ্তাহ পর নির্বাচন করা নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সরকারপ্রধানের কার্যালয় যমুনায় অনুষ্ঠিত বিকাল ৩টায় শুরু হয় এ মতবিনিময়। তবে গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি।
তবে মতবিনিময় সভায় একবারও ডাক পায়নি বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ (বিএসপি) আরও কয়েকটি দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার মতবিনিময় সভায় প্রথমেই অংশ নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরপর মতবিনিময় সভা করে গণফোরাম। যার নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।
জি এম কাদেরের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। আর শরীফ নুরুল আম্বিয়া নের্তৃত্ব দেন বাংলাদেশ জাসদের।