ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

চিকিৎসকদের উপর হামলা মেনে নেয়া হবে না

চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার অনুরোধ উপদেষ্টার

চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার অনুরোধ উপদেষ্টার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। 

রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান। 

সেইসাথে তিনি সতর্ক করে বলেন, কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মতো নয় জানিয়ে নুরজাহান বেগম বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা সারাদেশের শাটডাউন কর্মসূচি দিয়েছেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারও উজাড় করে দাও, তোমরা প্রমাণ করো, মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো।

ইতিমধ্যে দুইটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন, চিকিৎসা ঠিকমতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।