ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

শুক্রবারও চলবে মেট্রো ট্রেন!

শুক্রবারও চলবে মেট্রো ট্রেন!

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো ট্রেন। শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেয়া যায়, সে লক্ষ্যে কাজ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। খুব দ্রুত শুক্রবারও মেট্রোরেল চলাচল করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। 

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা জানিয়েছেন, এখনই ঘোষণা দেয়া হয়নি, তবে বিষয়টি পরিকল্পনায় আছে। সেতু উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখটা এখনও নির্ধারণ করা হয়নি। খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।