ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সোববার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দেয় ইসি। নিবন্ধন নম্বর ৫১। দলটির প্রতীক ট্রাক। জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তারা।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ দেয়া হয় গণ অধিকার পরিষদকে।