ফাইল ছবি
ঢাকা ছাড়াও দেশের ৪টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এমন অবস্থা চলতে পারে আরও দুই-একদিন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।
তবে বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি ৪ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। দুপুরের দিকে বৃষ্টি নেমেছে কোনো কোনো স্থানে। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি-এমন অবস্থা চলছে রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজধানীতে আজও আকাশ এমনটা মেঘলা থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ৫৯ মিলিমিটার।