ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

সড়ক ও সেতু উপদেষ্টার সঙ্গে আইএফসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক ও সেতু উপদেষ্টার সঙ্গে আইএফসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

গ্লোবাল টিভি ছবি

শাহরিয়ার হাসান : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বে  নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানেরর সাথে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)’র বাংলাদেশ, ভুটান এবং নেপাল কান্ট্রি ম্যানেজারের নেতৃত্বে একটি সাত সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। 

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, এ সরকার ছাত্র-জনতার আত্মত্যাগের ফসল। জনপ্রত্যাশা পূরণে সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সরকার সব সময় লড়াই করে যাবে। 

উপদেষ্টা আইএফসি’র কাছে বর্তমানে দেশের গ্যাস সংকট উত্তরণে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে ও পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন খাত বিকাশে আর্থিক ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএফসি’র কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান বলেন, আইএফসি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়তে এই সরকারকে সবসময় সহযোগিতা করে যাবে। এছাড়াও আইএফসি এনার্জি খাতে এবং রেল, সড়ক ও সেতু বিভাগসহ অন্যান্য খাতগুলোতেও অগ্রাধিকারমূলক ভিত্তিতে যাচাই করে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।