গ্লোবাল টিভি ছবি
শাহরিয়ার হাসান: ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে দেশ পরিচালনার যে বিশাল সুযোগ দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের সম্পাদক পরিষদের সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার পাশাপাশি দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন তিনি।
বৈঠকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, সংবিধান সংশোধন, আইনের স্বচ্ছতা, পুলিশকে শক্তিশালী ও নির্বাচন কমিশনকে স্বচ্ছ করাসহ মিডিয়া কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন সম্পাদকরা।
এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সম্পাদকদের বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান সময়টাকে রাষ্ট্র মেরামতের সুযোগ হিসেবে গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে প্রবাসীদের সমর্থনের প্রশংসা করেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশীদের সাজা মওকুফ করে তাদেরকে মুক্তি দেয়ার সুখবর জানান তিনি।