ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে। তবে বৈঠকের সুনির্দিষ্ট অ্যাজেন্ডা নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।