ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে ভারতীয়দের অপসারণসহ ৯ দফা: সড়ক অবরোধ

শ্রীপুরে ভারতীয়দের অপসারণসহ ৯ দফা: সড়ক অবরোধ

গ্লোবাল টিভি ছবি

আব্দুর রউফ রুবেল, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার সংলগ্ন আরএকে  কারখানার সামনে সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৫ ঘন্টা শ্রমিকেরা মহাসড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের প্রস্তাব দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।

শ্রমিকদের দাবিগুলো হলো- কারখানার নিয়মনীতির পরিবর্তন ও সংশোধন নোটিশের মাধ্যমে করতে হবে, প্রতি বছরের ফেব্রুয়ারী মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, চলতি বছরের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে, কারখানার অভ্যন্তরে শ্রমিক থেকে ম্যানেজমেন্ট স্টাফ পর্যন্ত সকল ভারতীয়দেরকে অপসারণ করতে হবে, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এরিয়ার বিল দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে জড়িত শ্রমিকদের হাজিরা নিশ্চত করতে হবে, নতুন এবং পুরাতন বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়ন করতে হবে, সিভিল কর্মীদের সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা দিতে হবে, হাজিরা বোনাস ১৫০০ টাকা করতে হবে, আন্দোলনের পরে কর্মস্থলে যোগদানের পর কোন কর্মীকে অযথা হয়রানি, বহিষ্কার ও চাকুরিচ্যুত করা যাবে না। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাহয়ান মিয়া জানান, বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসব বিষয়ে আর কে সিরামিকস কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।