ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

ফিলিস্তিন-ইসরায়েল শান্তি কনফারেন্সে বাংলাদেশের আরিফ

ফিলিস্তিন-ইসরায়েল শান্তি কনফারেন্সে বাংলাদেশের আরিফ

গ্লোবাল টিভি ছবি

আনজাম খালেক : ইসরায়েল-ফিলিস্তিন শান্তি বিষয়ক অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হয় সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় । এতে অংশ নেন মধ্যপ্রাচ্যের একাধিক দেশের কুটনীতিক, ফিলিস্তিন, ইউরোপীয় ও বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা। এতে আমন্ত্রিত ছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, এবিসি, আল জাজিরার মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমের মধ্যপ্রাচ্যের সাংবাদিকরা।

এই আয়োজনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের শিশু মানবাধিকারকর্মী ও শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান। 

বক্তারা জানান, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল কখনো শান্তিতে বিশ্বাস করে না। গাজা ও রামাল্লায় যে অবস্থা এখন বিরাজ করছে, তা আন্তর্জাতিক মানবাধিকার সুস্পষ্ট লংঘন। 

বাংলাদেশের আরিফ বলেন, এ এক অন্যরকম সম্মাননা। কখনো ভাবিনি, ফিলিস্তিন-ইসরায়েল শান্তির মতো গুরুত্বপূর্ণ কনফারেন্স আমন্ত্রিত হবো৷