ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

শ্রমিক বিক্ষোভ নিয়ে ঔষধ শিল্প সমিতির উদ্বেগ

শ্রমিক বিক্ষোভ নিয়ে ঔষধ শিল্প সমিতির উদ্বেগ

গ্লোবাল টিভি ছবি

আলাউদ্দিন আল আজাদ: বর্তমানে সারা দেশে ১৯টির বেশি ওষুধ কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে। এর জেরে কার্যত বন্ধ রয়েছে ওষুধ উৎপাদন কার্যক্রম। এ অবস্থাকে জাতীয় সংকট উল্লেখ করে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন ওষুধ শিল্প মালিকেরা। তারা বলেন, এভাবে চলতে থাকলে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তাতে একসময় দেশে ওষুধের সংকট দেখা দিতে পারে। 

মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে গুলশান লিংক রোডে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে ওষুধশিল্প কারখানার নিরাপত্তা বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঔষধ শিল্প সমিতির সহসভাপতি গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, মহাসচিব ও হাডসন ফার্মাসিউটিক্যালসের এমডি এস এম শফিউজজামানসহ ওষুধশিল্প মালিকেরা। 

লিখিত বক্তব্যে ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে শ্রমিকেরা বিভিন্ন অযৌক্তিক দাবিতে আইনবহির্ভূতভাবে আন্দোলন ও ভাঙচুর করছেন। এতে কারখানায় উৎপাদনকাজ ব্যাহত হচ্ছে। 

বক্তারা বলেন, বর্তমানে আন্দোলনের নামে যা চলছে, তা দুর্বৃত্তায়ন। আমরা কার্যত অসহায় ও জিম্মি অবস্থায় রয়েছি। হাজার কোটি টাকার কারখানা নিয়ে অনিশ্চিত অবস্থা পার করছি। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানাই।