ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি

ছবি: সংগৃহীত

মো.মনিরুল আলম নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৮নং সেক্টরের গোবিন্দপুর এলাকায় বিল্লাল মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, ল্যাপটপ, স্মার্টফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। 

ডাকাতিতে বাধা দিলে মাহমুদা আক্তার (৪৮), মোবাসিরা মুন্নী (২৪), সিয়াম ভূঁইয়া (১৮) সহ ৩জনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় মাহমুদা আক্তারের কানের দুল দিতে না চাইলে কান ছিঁড়ে দুল নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

বুধবার দিরগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত পূর্বাচল উপশহরের গোবিন্দপুর এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।