ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ২৫ আশ্বিন ১৪৩১ | ৬ রবিউস সানি ১৪৪৬

শহীদি মার্চ-এ লাখো মানুষ

শহীদি মার্চ-এ লাখো মানুষ

ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবারের 'শহীদি মার্চ'-এ অংশ নিয়েছে লাখো মানুষ।

দুপুর আড়াইটা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্য চত্বরে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ জড়ো হতে থাকে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই ও আগস্টে নিহতদের স্মরণে বিকাল ৩টা ৪০ মিনিটে মিছিলটি রাজু স্মৃতি ভাস্কর্য থেকে শুরু হয়।

টিএসসি থেকে মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও  টিএসসি হয়ে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন,এই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতা পরিবর্তন করেছে।  তারা এখন স্বাধীন বোধ করছে এবং যখনই তারা কোনো অনিয়ম বা দুর্নীতি দেখে তখনই  আওয়াজ তুলছে। আমি মনে করি এটি নতুন বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।