গ্লোবাল টিভি ছবি
মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি থেকে বহিস্কৃত গ্রুপের হামলার শিকার হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। হামলায় ৫ জনকে কুপিয়ে জখমসহ ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত অন্যরা হলেন-নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল কবির মুন্না, যুবদল নেতা আনোয়ার হোসেন। তাদেরকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সমাবেশে যোগ দিতে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বন্দরের নবীগঞ্জ কামল উদ্দিনের মোড়ে পৌঁছালে সন্ত্রাসী সৌরভের নেতৃত্বে শতাধিক লোক তাকে বহনকারী অটোরিকশা থামিয়ে তার উপর হামলা করে।
অভিযুক্ত হামলাকারীরা হলেন-আমান সরদারের ছেলে সৌরভ, রাজিব, গনি মিয়ার ছেলে মোস্তাক, সিরাজ উদ্দিনের ছেলে টুটুল, সাদেকের ছেলে সানি, কাশিপুরের জোড়া মার্ডার মামলার প্রধান আসামী জাহাঙ্গীর বেপারী, তম্ময় ও রবিনসহ শতাধিক সন্ত্রাসী।
এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির বহিস্কৃত আতউর রহমান খান মুকুল ও আবুল কাউসার আশার নেতৃত্বে তার লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়েছে। আমিসহ অনেক নেতাকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, টিপুর অভিযোগ সত্য নয়। হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এই মাত্র শুনলাম।
এ বিষয়ে কাউন্সিলর আবুল কাউসার আশার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।